তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন
পাকিস্তানের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হিনা রব্বানি খার
পাকিস্তানের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হিনা রব্বানি খার। তিনি ২০১১ থেকে ২০১৩ সাল মেয়াদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।
হিনা রব্বানি খার যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর পড়াশোনা করে আসা পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) মাধ্যমে। এরপর তিনি দল পাল্টে পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) যোগ দেন। পিপিপি সরকার আমলেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি।
হিনা রব্বানি খারকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলেও এই মন্ত্রণালয়ের মন্ত্রী কে হচ্ছেন তা জানা যায়নি। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো পরররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বলে খবর বের হলেও আজকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন না।
পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসা ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বারবার গুরুত্ব দিয়ে আসছেন হিনা রব্বানি। পাকিস্তানের জিও টেলিভিশনকে হিনা রব্বানি খার বলেছিলেন, পাকিস্তানের পক্ষে ‘যুদ্ধ করে কাশ্মীর জয় করা’ সম্ভব নয়। প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই বিষয়ে অগ্রগতি অর্জন সম্ভব।
অনাস্থা ভোটে ইমরান খানকে হারিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আজ মঙ্গলবার তার মন্ত্রিসভার ৩১ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৩ জন শপথ নেন।
Leave a Reply