৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

নারীদের অধিকার আদায়ের দিবস

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ মার্চ ২০২২, ৩:৩৫ পূর্বাহ্ণ
নারীদের অধিকার আদায়ের দিবস

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের অধিকার আদায়ে দিবসটি যথাযথভাবে পালিত হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য: “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।”

নারীর শ্রেষ্ঠত্ব নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন –
‘কোনো কা‌লে একা হয়নি কো জয়ী পুরু‌ষের তরবারী,
‌প্রেরণা দিয়ে‌ছে ,শ‌ক্তি দি‌য়ে‌ছে বিজয়লক্ষী নারী”।

মঙ্গলবার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নারীর ক্ষমতায়নে গত ৫০ বছরের অর্জন বাংলাদেশকে বিশ্বে রোল মডেল পরিচিতি এনে দিয়েছে। সরকারের বলিষ্ঠ পদক্ষেপের পাশাপাশি নারীদের সচেতনতা এ অর্জনকে ত্বরান্বিত করেছে।

‘আন্তর্জাতিক নারী দিবস’উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ কর্মঘণ্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারীরা আদায় করেছিলেন তাদের অধিকার। আদায় করেছিলেন বিশ্ব সমীহ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারত্ব। আর তাই সারাবিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজে মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ নারী দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.