তদন্ত ও অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ট নির্বাচিত হলেন কুষ্টিয়ার এসপি খাইরুল আলম

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২১ সেপ্টেম্বর ২০২২, ১:৪০ পূর্বাহ্ণ
তদন্ত ও অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ট নির্বাচিত হলেন কুষ্টিয়ার এসপি খাইরুল আলম

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জুন, জুলাই ও আগস্ট মাস পরপর ৩বার তদন্ত ও অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ট জেলা নির্বাচিত হলেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার), ডিআইজি, খুলনা রেঞ্জের সভাপতিত্বে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় কুষ্টিয়া জেলা খুলনা রেঞ্জের অন্যান্য জেলার তুলনায় ভাল করার কারণে কুষ্টিয়া জেলাকে আগস্ট মাসের জন্য খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ঘোষণা করা হয়।
কুষ্টিয়া জেলা পুলিশ দিন রাত সদা জাগ্রত থেকে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে অপরাধ নিবারণ, অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেফতার, সঠিক ভাবে মামলা তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পরিচালনা এবং টেকসই আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা উন্নয়নের সকল প্যারামিটারে ভাল করার কারনে কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম এর হাতে অপরাধ দমন, তদন্ত ও পুলিশি কার্যক্রমের নিদর্শন স্বরুপ শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন খুলনা রেঞ্জের অভিভাবক ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার)।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে গত জুন, জুলাই ও আগষ্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের অন্যান্য জেলার তুলনায় ভাল করার কারণে কুষ্টিয়া জেলাকে পরপর দুই মাস অর্থাৎ জুন ও জুলাই মাসের জন্য খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা তথা উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার প্রদান করা হয়। তদন্ত ও অপরাধ দমনে বিশেষ অবদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সকল প্রকার ওয়ারেন্ট নিস্পত্তিসহ বিশেষ করে তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় জুন/২০২২, জুলাই/২০২২ এবং আগস্ট/২০২২ মাসে কুষ্টিয়া জেলা পর পর তিন বার অর্থাৎ হ্যাট্রিক শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন খুলনা রেঞ্জের অভিভাবক ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার)। এ ছাড়াও কুষ্টিয়া জেলার ভেড়ামারা সার্কেল খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট পান মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল)।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.