ওলি আউলিয়া, পীর বুজুর্গ বসবাস করার কারণে চুরুনি ভাষা কাষ্টিয়া থেকে কুষ্টিয়া নামকরণ করা হয়েছে
কুষ্টিয়ার নামকরণ নিয়ে রয়েছে নানা কথা।
ড. মুফতি সৈয়দ নজরুল ইসলাম বলেছেন: ‘কাষ্টিয়া শব্দ থেকে এসেছে কুষ্টিয়া। কাষ্টিয়া শব্দটি চুরুনি ভাষা। কাষ্টিয়া অর্থ ওলি, আউলিয়াদের ঘুমানোর জায়গা।’ এ জেলায় ওলি আউলিয়া, পীর বুজুর্গ বসবাস করার কারণে কাষ্টিয়া থেকে কুষ্টিয়া জেলার নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়।
সৈয়দ মুর্তাজা আলীর মতে, কুষ্টিয়া শব্দটি ফার্সি ‘কুশতহ’ বা ‘কুস্তা’ থেকে এসেছে। আবার কারও কারও মতে, কুস্তি খেলাকে কেন্দ্র করে কুস্তি বা কুষ্টি এবং সবশেষে কুষ্টিয়া নামের উৎপত্তি হয়েছে।
প্রখ্যাত ইতিহাসবিদ কুমুদনাথ মল্লিক তাঁর ‘নদীয়া কাহিনী’ গ্রন্থে লিখেছেন: ‘কুষ্টিয়া জেলার প্রাচীন ইতিহাস জানা যায় না।’ ১৮২০ সালে হেমিলটনের গেজেটিয়ারে উল্লেখ আছে যে, স্থানীয় জনগণ একে ‘কুষ্টি’ বলে ডাকতো, সেজন্য নাম হয়েছে কুষ্টিয়া। অনেকের মতে ফরাসি শব্দ ‘কুশতহ’ যার অর্থ ‘ছাই দ্বীপ’ থেকে কুষ্টিয়ার নামকরণ হয়েছে। এ অঞ্চলে প্রচুর পরিমাণে ‘কুষ্টা (পাট)’ জন্মায় বলে এ নামের সৃষ্টি হতে পারে।
সম্রাট শাহজাহানের (১৫৯২-১৬৬৬) আমলে এ স্থানটি গড়ে উঠেছিল পাট ব্যবসা কেন্দ্রিক নৌবন্দর হিসেবে এবং ঐসময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি ঘটেছে। যেহেতু পাটজাত সোনালী আঁশের অপর স্থানীয় নাম আজও কুষ্টা বা কুষ্ঠা, সেহেতু অনেকের মতে কুষ্টা থেকে কুষ্টিয়া নামের উৎপত্তি। কুষ্টিয়া নামকরণের ব্যাপারে বেশকিছু যুক্তিও আছে। এ জেলার এক শ্রেণির ব্যক্তিবর্গ এখনও কুষ্টিয়াকে ‘কুষ্টে’ বলে অভিহিত করে, সেই হিসেবে প্রাচীন জনপদ কুষ্টিয়া নামকরণের ইতিহাস সম্পর্কে জানা যায় কুষ্টে শব্দ থেকে কুষ্টিয়া শব্দটি এসেছে।
উল্লেখ্য,কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা যা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং কালের পরিক্রমায় নতুন অবয়ব পেয়েছে- পরিচিত সাহিত্য ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে। বিশুদ্ধ উচ্চারণ আর সৃজনশীল মানুষের জেলা কুষ্টিয়া। ১৪ আগস্ট ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার সময় বর্তমান কুষ্টিয়া জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত হয়। তার আগে বর্তমান কুষ্টিয়া জেলা ছিল অবিভক্ত বাংলার প্রেসিডেন্সী বিভাগের অন্যতম নদীয়া জেলার অংশ। সূত্র- ড. এমদাদ হাসনায়েন ও ড. সারিয়া সুলতানা’র গবেষণামূলক গ্রন্থ: কুষ্টিয়ার ইতিহাস ও ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া।
Leave a Reply