দুই দশক পর ভারতের ইতিহাসে
গান্ধী পরিবারের বাইরে দেশটির জাতীয় কংগ্রেসে সভাপতির দায়িত্ব পেলেন মল্লিকার্জুন খাড়গে
জয়ের পর মল্লিকার্জুন খাড়গের বাসায় গিয়ে অভিনন্দন জানান সোনিয়া গান্ধী
দীর্ঘ দুই দশক পর ভারতের ইতিহাসে গান্ধী পরিবারের বাইরে দেশটির জাতীয় কংগ্রেসে কেউ সভাপতির দায়িত্ব পেলো। এদিন শশী থারুরকে হারিয়ে সভাপতির দায়িত্ব পেলেন মল্লিকার্জুন খাড়গে।
বুধবার (১৯ অক্টোবর) গণনা শেষে খাড়গে মোট ৯৩৮৫টি ভোটের মধ্যে ৭,৮৯৭ ভোট পেয়ে, তার প্রতিপক্ষ শশী থারুরকে পরাজিত করেন। শশী থারুর পেয়েছেন মাত্র ১,০৭২টি ভোট।
খাড়গে অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভেনেত্রী হিসেবে দলের হাল ধরেছিলেন ইন্দিরা পুত্রবধূ সোনিয়া গান্ধী। যিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে এই পদে অধিষ্ঠিত ছিলেন।
Leave a Reply