গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল, ৩রা সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৬ আগস্ট ২০২৪, ৬:৫৬ পূর্বাহ্ণ
গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল, ৩রা সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে বেসামরিক নাগরিকদের দেয়া সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে অস্ত্র এবং গোলাবারুদ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ই জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই অগাস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। তাদের আগামী ৩রা সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.