কুষ্টিয়া সদর উপজেলার
খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা বর্ষবরণ উদযাপিত
বাঙ্গালির সম্প্রীতি ও মিলনমেলার এক অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ। বিশ্ব মহামারি করোনার প্রভাবে গত দু’বছর বাংলা বর্ষবরণের এই ঐতিহ্যবাহী উৎসব পালিত না হলেও এবার সারাদেশ জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ।
কুষ্টিয়া সদর উপজেলার খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা শুভ নববর্ষের সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালেহীনের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন করা হয়।
আনন্দ শোভাযাত্রায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কোহিনুর খানম, বিশিষ্ঠ ব্যবসায়ী এম. এ মালেক, শারফুদ্দিন আহমেদ মানিক, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, আশরাফুল আলম, শামীমা সুলতানা, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, ওহিদুজ্জামান, মমতাজ পারভিন, আবু ছাদাত ছায়েম, শাহানাজ পারভীন, শরীফা ইয়াসমিন, তারিকুল ইসলাম, রেজা চৌধুরী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেছিলেন।
Leave a Reply