কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪
কুষ্টিয়া সদর উপজেলায় সামাজিক কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় অন্তত আট জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ মে) বিকালে কুষ্টিয়া সদর উপজেলার সদর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে লাল্টু (৩০), আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০), মৃত হোসেনের ছেলে কাশেম (৫০), মৃত আবুলের ছেলে রহিম মালিথা (৫৫)। নিহতরা সবাই ফজলু মন্ডল গ্রুপের সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর এলাকার কেরামত গ্রুপ ও ফজলু মন্ডল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক কোন্দল চলছিল। এরই সূত্র ধরে সোমবার বিকালে কেরামত গ্রুপ ও ফজলু মন্ডল গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজলু মন্ডল গ্রুপের সমর্থক লাল্টু, মতিয়ার ও কাশেম এবং রহিম মালিথাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান রতন জানান, আস্থানগর এলাকায় সামাজিক কোন্দলকে কেন্দ্র করে কেরামত গ্রুপ ও ফজলু গ্রুপের মধ্যে মারামারিতে চার জন নিহত হয়েছেন। এ সময় ৭ থেকে ৮ জন গুরুতর আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
Leave a Reply