কুষ্টিয়া শহরে জলবায়ু রক্ষায় ‘স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র মানববন্ধন কর্মসূচি পালন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ আগস্ট ২০২২, ৫:০৬ অপরাহ্ণ
কুষ্টিয়া শহরে জলবায়ু রক্ষায় ‘স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র মানববন্ধন কর্মসূচি পালন

কুষ্টিয়া শহরের পাশে দিয়ে বয়ে চলেছে গড়াই নদী। প্রতিদিন শহরের সকল নোংরা ড্রেনের মাধ্যমে নদীতে যায় ফলে যেমন নদীর পানি দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁধ না থাকার কারণে অনেক পরিবার নদী ভাঙ্গনের শিকার হচ্ছে পরিবেশ নষ্টের সাথে পরিবেশও প্রতিশোধ নিচ্ছে। এর থেকে রক্ষায় ‘স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র এক ঝাঁক যুবক ও এলাকাবাসীরা নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

তারা বিভিন্ন কথা প্লাকার্ডে লিখে মানব বন্ধন করে সবাইকে সচেতন করে এবং সকলকে এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার আহবান জানায়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ, সাধারণ সম্পাদক মেহেরাব হাসান,তানজিল,সাব্বির,রাব্বি,ছাইম সহ এলাকাবাসী।

সংগঠন নেতারা জানায়, জলবায়ু পরিবর্তন আমাদের বিশ্বের জন্য এক অভিশাপ যা এখন দৃশ্যমান যার প্রভাব বাংলাদেশ ভূখন্ডতেও দৃশ্যমান। দেশ ও জনসাধারণ কে রক্ষা করতে হলে এখনি রুক্ষতে হবে জলবায়ুর পরিবর্তন আর এই কাজে এগিয়ে আসতে হবে আমাদের যুব সমাজ “একটি প্লাকার্ড এর শক্তি হোক একটি ভূখন্ডের রক্ষা” আসুন আওয়াজ তুলি পরিবর্তন আসবেই।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন