কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আজ ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩, প্রথম প্রহর রাত ১ টায় গড়াই ক্রীড়া সংসদ, কুষ্টিয়া ফিল্ম সোসাইটি এবং কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে।

এ সময় উপস্থিত ছিলেন গড়াই ক্রীড়া সংসদের প্রধান পৃষ্ঠপোষক, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ (কালপুরুষ) এর চেয়ারম্যান, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

এছাড়াও উপস্থিত ছিলেন গড়াই ক্রীড়া সংসদের উপদেষ্টা মো: সোহেল রেজা ইমাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক তরিকুল ইসলাম খান, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মিনহাজ উদ্দিন শিমুল, কার্যনির্বাহী সদস্য নরসুন্দর আলম মন্ডল, কুষ্টিয়া পৌর ১০ নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক সামাদ কুটু, রোভার আরজে অর্ণব, গড়াই ক্রীড়া সংসদের আহবায়ক ইব্রাহিম হোসেন প্লাবন, সহসভাপতি প্রান্তিক আল শাহাদ, সাধারণ সম্পাদক সানজিদ ইসলাম রুদ্র, কার্যনির্বাহী সদস্য তূর্য আহমেদ।

বিশিষ্ট সংগঠক, গণমাধ্যম কর্মী ও আইনজীবী অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, তরুণ প্রজন্মের কাছে বাঙালি জাতিস্বত্তার মূল হাতিয়ার ভাষাকে কেড়ে নিতে চেয়েছিলো পূর্ব পাকিস্তানি উর্দু ভাষী হানাদারেরা, তাজা রক্ত দিয়ে কেনা বাক স্বাধীনতার বিশ্বে বিরল ইতিহাস তুলে ধরতে হবে। কুষ্টিয়ার কৃতিসন্তান মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার যখন মহামান্য সুপ্রীম কোর্টের রায় বাংলায় প্রকাশের নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সেখানে এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক চিঠিপত্র এবং বিলেতি ভাষার প্রচলন হচ্ছে টিভি বিজ্ঞাপন ও বাণিজ্যিক ক্ষেত্রে, যা দু:খজনক। আন্তর্জাতিক ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রেই বাংলা ভাষার ব্যবহার চিরস্থায়ী করলে ২১ শে ফেব্রুয়ারিতে বীর ভাষা শহীদ সালাম, রফিক, বরকতসহ বাকিদের রক্ত ঋণের দায়মুক্তি হবে, যা নতুন প্রজন্মের দায়িত্ব।

২১ শে ফেব্রুয়ারি ২০২৩ ইং বিকাল ৪ ঘটিকায় থানাপাড়া ক্রিসেন্ট ক্লাব সংলগ্ন স্থায়ী কার্যালয়ে তরূন প্রজন্মের অর্ধশত কিশোর যুব ভাষা প্রেমীদের উদ্দেশ্যে গড়াই ক্রীড়া সংসদের ভাষা শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া ও মিলাদ মাহফিল, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, উক্ত আলোচনা সভায় কুষ্টিয়ার তরুণ প্রজন্ম নেতাদের স্বাগতম জানায়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন