জেলা পুলিশের আয়োজনে
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্রাঙ্গনে ফলজ বৃক্ষের উদ্যান “লিচু কানন” উদ্বোধন
কুষ্টিয়া পুলিশ লাইন্সের অব্যবহৃত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে ফলজ বৃক্ষ হিসেবে লিচুর চারা রোপণ করে নাম করণ করা হয় “লিচু কানন”।
জেলা পুলিশের আয়োজনে রবিবার (১৭ জুলাই ২০২২) পুলিশ লাইন্স কুষ্টিয়া’য় ফলজ বৃক্ষের উদ্যান ‘লিচু কানন’ শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে কুষ্টিয়া পুলিশ লাইন্সে ফলজ বৃক্ষের উদ্যান হিসাবে “লিচু কানন” বাস্তবায়ন করেন। পুলিশ নারী কল্যাণ সমিতি’ (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী জনাব দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম) প্রধান অতিথি হিসেবে উক্ত ফলজ বৃক্ষের উদ্যান ” লিচু কানন” শুভ উদ্বোধন করেন। পুনাক সভানেত্রী এ সময় বলেন, লিচু গাছ দেখতে সুন্দর এবং লিচু বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
পুলিশ লাইন্স কুষ্টিয়ার ফলজ বৃক্ষের উদ্যান লিচু কাননে কুষ্টিয়া জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য লিচু গাছ রোপণে অংশ গ্রহণ করেন। বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল লিচু রসালো, সুস্বাদু এবং প্রচুর পুষ্টিগুণে পরিপূর্ণ। প্রতি ১০০ গ্রাম লিচুর ক্যালরি মূল্য ৭৯ কিলোক্যালরি। ক্যালরি মূল্য বেশি বলে ডায়াবেটিক রোগীদের পরিমিতভাবে লিচু খাওয়া ভালো। ১০০ গ্রাম লিচুতে ক্যালরি পাওয়া যায় ৬৬, এর মধ্যে কার্বোহাইড্রেট আছে ১৬.৫ গ্রাম, ফ্যাট ০.৪ গ্রাম, প্রোটিন ০.৮ গ্রাম। প্রতি ১০০ গ্রাম লিচুতে রয়েছে ১.১ গ্রাম প্রোটিন এবং ০.২ গ্রাম ফ্যাট। লিচুতে পর্যাপ্ত পরিমাণে শ্বেতসার পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লিচুতে ১৩.৬ গ্রাম শ্বেতসার থাকে। এছাড়া লিচুতে ০.০২ গ্রাম ভিটামিন বি ১ এবং ০.০৬ গ্রাম বি ২ রয়েছে। এছাড়াও এতে কিছু পরিমাণে খনিজ লবণ থাকে। প্রতি ১০০ গ্রাম লিচুতে ০.৫ গ্রাম খনিজ লবণ পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লিচুতে ৩১ মি.গ্রা ভিটামিন সি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লিচুতে ১০ মি.গ্রা ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়াম দেহের হাড় গঠন করে ও হাড়ের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। লিচুতে অল্প পরিমাণে লৌহ পাওয়া যায়। প্রতি ১০০ গ্রামে ০.৭ মি.গ্রা লৌহ। প্রতি ১০০ গ্রাম লিচু থেকে ৬১ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। এছাড়াও লিচুতে রয়েছে থিয়ামিন, নিয়াসিন ইত্যাদি, যা লিচুর পুষ্টিগুণ আরও বৃদ্ধি করে। এসব ভিটামিন শরীরের বিপাক ক্ষমতা বাড়ায়। শক্তির ভালো উৎস লিচু। লিচুতে রয়েছে ভিটামিন সি যা ত্বক, দাঁত ও হাড়ের জন্য ভালো। নানারকম চর্মরোগ ও স্কার্ভি দূর করতে সাহায্য করে ভিটামিন সি। তাছাড়া এটি ত্বক উজ্জ্বল করতে ও বলিরেখা কমাতেও সাহায্য করে। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায়। পাশাপাশি চর্বি কমাতে সাহায্য করে।
পুলিশ লাইন্স লিচু কাননে ৫টি প্রজাতির ১৫০টি লিচু গাছ রোপণ করা হয়। তারমধ্যে চায়না-২ প্রজাতির ৩০টি, চায়না-৩ প্রজাতির ৩০টি, বেদানা প্রজাতির ৩০টি, কাঠালি প্রজাতির ৩০টি এবং বোম্বাই প্রজাতির ৩০টি লিচুর চারা রোপন করা হয়। উল্লেখিত প্রজাতির সকল লিচুর চারা দিনাজপুর থেকে সংগ্রহ করা হয়।
এ ছাড়াও কুষ্টিয়া পুলিশ লাইন্স লিচু কাননে উৎসবমুখর ভাবে লিচুর চারা লাগানোর কাজে অংশ গ্রহণ করেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, (ভেড়ামারা সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ আনিসুল ইসলাম, ইনচার্জ (CCIU), মোঃ মোস্তাফিজুর রহমান, ওসি, ইবি, মোঃ কামরুজ্জামান তালুকদার, ওসি, কুমারখালী, সৈয়দ আশিকুর রহমান, ওসি, খোকসা, মোঃ মজিবুর রহমান, ওসি, ভেড়ামারা, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও – ১, মোঃ শাহা আলম, টি আই – ১, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস, মোস্তফা হাবিবুল্লাহ, ইন্সপেক্টর তদন্ত, দৌলতপুর থানা, মোঃ হাফিজুর রহমান, ইনচার্জ, অপরাধ শাখা, ফকির আজিজুর রহমান, ইন্সপেক্টর, মিরপুর সার্কেল, মোঃ শাহাদৎ হোসেন, ওসি ওয়াচ, ডিএসবি, মোঃ আজিবর রহমান, আরআই, পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
Leave a Reply