কুষ্টিয়া পুনাক কর্তৃক দৌলতপুর থানার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ
কুষ্টিয়া পুনাক কর্তৃক দৌলতপুর থানার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন।
পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) কুষ্টিয়ার আয়োজনে (১৪ জানুয়ারী ২০২৩) দৌলতপুর থানা চত্ত্বরে জনাব মজিবুর রহমান, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানার সভাপতিত্বে দৌলতপুর থানার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি এবং কুষ্টিয়া পুনাকের সভানেত্রী জনাব দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার, কুষ্টিয়া) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর থানার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম উপস্থিত গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে চাকুরিটা করেন এটা খুব একটা বড় চাকুরি না হলেও আপনারা দেশের জন্য কাজ করেন, রাষ্ট্রের জন্য কাজ করেন, তথ্য দিয়ে পুলিশকে এবং রাষ্ট্রকে সহায়তা করেন। সুতরাং কোন পেশাকে ছোট করে দেখা উচিত নয় এবং কুষ্টিয়া পুনাকের এই ধরনের মহতি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়া, জনাব সৈয়দা রেশমা খানম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), দৌলতপুর থানার অফিসার/ফোর্স, গ্রাম পুলিশ এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply