কুষ্টিয়া চেম্বার অব কমার্স’র নির্বাচনে ‘এ’ গ্রুপের সর্বাধিক জনপ্রিয়তায় পরিচালক পদে যে পাঁচ জন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৫ অক্টোবর ২০২৩, ৪:৪৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়া চেম্বার অব কমার্স’র নির্বাচনে ‘এ’ গ্রুপের সর্বাধিক জনপ্রিয়তায় পরিচালক পদে যে পাঁচ জন

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র নির্বাচন আগামী শনিবার (৭ অক্টোবর, ২০২৩)। জেলা শহর জুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। এদিকে ভোটারদের জরিপের আলোকে সরেজমিনে দেখা গেছে, ‘এ’ গ্রুপের সর্বাধিক জনপ্রিয়তায় পরিচালক পদে সবচেয়ে এগিয়ে আছেন পাঁচ জন। এরা হলেন, এস.এম.আলমগীর আলম (ব্যলট নং- ০৩), খন্দকার জিয়াদুুল হক (ব্যলট নং- ০৬), মোঃ জাহিদুর রানা সোহাগ (ব্যলট নং- ১৫), মোঃ আব্দুল কাদের জুয়েল (ব্যলট নং- ০৪) ও মোঃ মেজবার রহমান (ব্যলট নং- ০৫)।

কুষ্টিয়া জেলার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠনের নির্বাচনে এবার ‘এ’ গ্রুপের সর্বাধিক জনপ্রিয়তায় পরিচালকের পদে যোগ্য প্রার্থী হিসেবে এই পাঁচজনের নাম ভোটারদের মুখে বেশি শোনা যাচ্ছে। ভোটারদের অভিমত, এই পাঁচজন সবসময় আমাদের পাশে থাকেন ও খোঁজ খবর নেন। ব্যবসায়িকদের বিপদ-আপদে এস.এম.আলমগীর আলম, খন্দকার জিয়াদুুল হক, মোঃ জাহিদুর রানা সোহাগ, মোঃ আব্দুল কাদের জুয়েল ও মোঃ মেজবার রহমান-এর বিকল্প নেই। এরা সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার আস্থার মানুষ।

উল্লেখ্য, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন তিনটি গ্রুপে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবার ‘ট্রেড গ্রুপ‘র নির্বাচনের প্রয়োজন নেই। ইতিমধ্যে হাজী মোঃ রবিউল ইসলাম, মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম ও আবু জাফর মোল্লাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক ঘোষনা করা হয়েছে। এখন ‘এ’ ও ‘বি’ গ্রুপে প্রার্থীগণ শুধু ভোটারদের ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হবেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.