২ মার্চ পুজা
কুষ্টিয়া আমলাপাড়ায় ১৭ হাঁত উচ্চতা বিশিষ্ট কালী পুজার কাঠাম স্থাপন
আগামী ২ মার্চ ২০২২ খ্রি. বুধবার কুষ্টিয়ার ঐতিহ্যবাহী আমলাপাড়া ১৭ হাঁত উচ্চতা বিশিষ্ট কালী মায়ের পুজা। এ উপলক্ষ্যে ১৭ হাঁত উচ্চতা বিশিষ্ট কালী মায়ের পুজার কাঠাম স্থাপন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. শনিবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া শহরস্থ চর আমলাপাড়া ১৭ হাঁত উচ্চতা বিশিষ্ট কালী মায়ের মন্দির প্রাঙ্গনে এ কাঠাম স্থাপন করা হয়। এ সময় গঙ্গাজল, দুধ, ফুল, বেলপাতা, বিভিন্ন ফল-মিষ্টি অর্পণ করে বাদ্যবাজনাসহ ধর্মীয় রীতি অনুসারে পুজা করেন পুরহীত শ্যামল চক্রবর্তী।
কাঠাম স্থাপনকালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা কমিটির সভাপতি এবং আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির ও ১৭ হাঁত উচ্চতা বিশিষ্ট কালী পূজা মন্দির কমিটির সভাপতি ব্যারিস্টার গৌরব চাকী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বুদ্ধুদেব কুন্ডু উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির ও ১৭ হাঁত উচ্চতা বিশিষ্ট কালী পূজা মন্দির কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য গৌতম কান্তি চাকী, সনৎ কুমার পাল বাবলু, নমিতা বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সরজিৎ কর্মকার, কোষাধ্যক্ষ্য সুকুমার নন্দী, সহ-কোষাধ্যক্ষ্য অলোক কুমার ঘোষ সাজু, সাংগঠনিক সম্পাদক সুজন কুমার কর্মকার, প্রচার সম্পাদক রতন অধিকারী, চারুকলা সম্পাদক জয় কুমার ঘোষ, ধর্ম সম্পাদক নরেশ কুমার ঘোষ, সহ- ধর্ম সম্পাদক উত্তম কুমার ঘোষ, নির্বাহী সদস্য নয়ন ঘোষ, শুভ অধিকারী, বলাই অধিকারী, সুজন ঘোষ সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply