কুষ্টিয়া আইনজীবী সমিতির সাথে অদম্য একুশ ব্যাচের আইনজীবীদের মতবিনিময় অনুষ্ঠিত
কুষ্টিয়া আইনজীবী সমিতির সাথে অদম্য একুশ ব্যাচের আইনজীবীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ শে জানুয়ারি, ২০২৩) পিপাসা রেস্তোরাঁয় ২০২১ ব্যাচের আইনজীবীদের সাথে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদ সদস্যদের সাথে দুপুর ৩ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবীন আইনজীবীদের পেশা জীবনে প্রথম বছরের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন। পাশপাশি অসুবিধা তুলে ধরেন। নবীন আইনজীবীদের কতিপয় দাবি তুলে বক্তব্য রাখেন অদম্য একুশ ব্যাচের আইনজীবী অ্যাড. মামুন, অ্যাড. পান্না, অ্যাড. শাতিল, অ্যাড. মারুফ, অ্যাড. সালমা, অ্যাড. আওয়াল, অ্যাড. সুমন, অ্যাড. রায়হান, অ্যাড. মাহমুদ, অ্যাড মুন, অ্যাড. বিকাশ, অ্যাড. রানা, অ্যাড. আশা, অ্যাড. কামরুন্নাহারসহ কুষ্টিয়া জেলা ও দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট আদালতে আইনচর্চাকারী নিয়মিতি নবীন আইনজীবীবৃন্দ।
অদম্য একুশ ব্যাচের নবীন আইনজীবী অ্যাডভোকেট জাবেদ কায়সার জাসিবের সার্বিক তত্ত্বাবধান ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি, সাবেক জিপি/পিপি ও জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জনাব নুরুল ইসলাম দুলাল।
এসময় তিনি বলেন, “আদালতে আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়ার পর থেকেই আইনজীবীদের অধিকার নিয়ে লড়ছি, অনেক অবিচার অন্যায়ের প্রতিবাদ করায় অপমানিত হয়েছি, কাঠগড়ায় দাড়িয়েছি, সবই আইনজীবীদের স্বার্থে। পুনরায় নির্বাচিত হলে নতুন ভবনের ৩য় তলায় নতুনদের চেম্বার বরাদ্দ, ফান্ড থেকে বিশেষ আবেদন তহবিল প্রদান, নিয়মিত জুনিয়রদের প্রশিক্ষণের অঙ্গীকার করছি
আপনারা এবার আমার রানিং মেট হিসেবে ডায়নামিক আইনজীবী দেওয়ান মিঠুকে সমর্থন দিয়েছেন, দুজন মিলে চেষ্টা করবছি নতুন লাইব্রেরি, আধুনিক সেমিনার রুম, পুরাতন ভবনে ব্যাক্তিগত চেম্বার বরাদ্দ দেওয়ার, এবার আমার রানিং মেট হিসেবে নারী ও শিশু আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেহেদী হাসান সিদ্দিকীকে বেছে নিয়ে পূর্ণ প্যানেল ঘোষণা করবো, আশাবাদী আপনারা সমর্থন দিবেন ”
জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু বলেন, অদম্য একুশের স্পিরিট ও স্মার্টনেস আমাকে অভিভূত ও অনুপ্রাণিত করে, নবীন আইনজীবীদের সাথে চেষ্টা করেছি সেক্রেটারি হয়ে নয় বড় ভাই হিসেবে তাদের পাশে থেকেছি, প্রয়োজনে সাড়া দিয়েছি, আমার কার্যক্রমে সন্তুষ্ট হলে অসমাপ্ত উদ্যোগগুলো বাস্তবায়নে দুলাল ও মেহেদী পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আজিজুর রহমান। তিনি বলেন একুশ ব্যাচের আইনজীবীদের একতা উদ্যোমী মনোভাব দেখে মনে হচ্ছে জেলা আইনজীবী সমিতিতে আগামীতে ভালো আইনজীবী ও নেতৃত্ব তৈরী হবে যেমনটি আমরা হয়েছিলাম, তাদের সফলতা কামনা করি।
সিনিয়র আইনজীবী, নারী ও শিশু আদালতের সাবেক বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল বলেন, বহু বছর পর সমিতিতে একটা বড় কার্যক্রম হওয়ার সুযোগ এসেছে, সচারচর আমরা এমন সুযোগ পাইনা, নতুন ভবন, বেনোভলেন্ট ফান্ডসহ আইনজীবীদের আধুনিক বার প্রতিষ্ঠায় আপানাদের প্রতি আবেদন দুলাল – মেহেদী পরিষদকে বিজয়ী করতে সাহায্য করুন।
সাধারন সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মেহেদী হাসান সিদ্দিকী বলেন, আপনাদের কাছে ভোট চাইবো না। যাকে যোগ্য মনে করবেন ভোট দিবেন। তবে একটি কথা বলব জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড দুলালের বিকল্প নেই দল, মত, প্যানেল বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে সবার বিপদে উনি পাশে ছিলেন, তার পাশে আইনজীবী সমিতির জন্য কাজ করার সুযোগ পেলে তা আমাদের জন্য সৌভাগ্য হবে, সবাই দোয়া করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাড. মনিরুল ইসলাম, অ্যাড. নুরুল ইসলাম, অ্যাড. লালন, অ্যাড. লিজা, অ্যাড. লিংকন, অ্যাড. খাইরুল, সমিতির জুনিয়র সদস্য অ্যাড. মোখলেসুর পিন্টু,
অ্যাড. বশিরসহ অর্ধশতাধিক আইনজীবীগণ।
Leave a Reply