বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি
কুষ্টিয়ায় শিশু সুরাইয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দোষীদের বিচারের দাবি
কুষ্টিয়ায় ৭ বছরের শিশু সুরাইয়া পারভীন এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দোষীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে শিশু সুরাইয়ার বাড়ী শহরের মিলপাড়া থেকে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানার মোড়ে এসে মানববন্ধন ও সমাবেশ হয়।
সেখান থেকে মা-বাবাসহ আন্দোলনকারীরা শিশু সুরাইায়াকে যৌন নির্যাতন শেষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। এবং এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন তারা। পরে একই দাবীতে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেন তারা।
উল্লেখ্য, গত ৫ মার্চ সন্ধ্যায় কুষ্টিয়া শহরের মিলপাড়াস্থ নিজ বাড়ীর একটি কক্ষ থেকে সাত বছর বয়সী শিশু সুরাইয়া পারভীনের গলায় ওড়না পেচানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে শিশু সুরাইয়ার মৃত্যুর পর কুষ্টিয়া মডেল থানায় তার পিতা রুবেল আলী বাদী হয়েছে তিনজনকে আসামি করে যৌন নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply