কুষ্টিয়ায় রোটারির উদ্যোগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
‘অস্টিওআর্থাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’ এই প্রতিপাদ্যে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার আয়োজনে এবং রোটারি স্পেশালাইজড ফিজিওথেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতালের উদ্দ্যোগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ছয় রাস্তার মোড়স্থ্য রোটারি স্পেশালাইজড ফিজিওথেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতাল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার পেসিডেন্ট আবু হাসান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আসমা জাহান লিজা। রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আফিয়া আনজুম উল্কামনি’র সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রোটারীয়ান সৈয়দা হাবিবা(এ.কে.এস)।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের লেকচারার ডাঃ মোঃ আরিফুল হক, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাবেক পেসিডেন্ট ওবায়দুর রহমান।
বক্তাগণ বলেন শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। শরীরকে সুস্থ রাখতে ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। বলা হয়ে থাকে অনেক রোগের আসল মেডিসিন এই থেরাপি। অনেক সময় সঠিক ফিজিও থেরাপি দেয়া হলে অস্ত্রোপচারও লাগে না। দীর্ঘমেয়াদি রোগ, বিশেষ করে বাত-ব্যথা ও পক্ষাঘাতের রোগীদের সমস্যা ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ফিজিওথেরাপি চিকিৎসা।
চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব, ফিজিওথেরাপি চিকিৎসকদের ভূমিকা ও অবদান সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর লক্ষ্যেই এ দিবসটি পালন করা হয় বলেও জানান তারা।
পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন খলিলুর রহমান মজু, রতন কুমার সাহা, আব্দুল আজিজ, তহমিনা, সালমানের মা, পান্না রানী, সাহানাজ, সোহেল, বিপ্লব, কারশেদ আলম প্রমুখ।
কুষ্টিয়ায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবার মাধ্যমে জেলার প্রন্তিক জনগোষ্ঠীর মাঝে মানসম্পন্ন ও কার্যকর ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ায় রোটারী স্পেশালাইজড ফিজিওথেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতালের কর্মকর্তা ও চিকিঃসকবৃন্দকে ধন্যবাদ জানান সেবা নিতে আশা সাধারণ মানুষ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ট্রেজারার জাহিদুর রহমান রনি, রোটারী স্পেশালাইজড ফিজিওথেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতালের ডাঃ আশফাকুর রহমান(পিটি), ডাঃ তামান্না ফেরদৌস(ডিপিটি), ডাঃ জেসমিন আক্তার(ডিপিটি)।
উল্লেখ্য ১৯৫১ সাল থেকে প্রতি বছর ৮ সেপ্টেম্বর সারা বিশ্বে ফিজিওথেরাপি দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৬৬ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর দিবসটির গুরুত্ব অনেক গুণ বেড়ে যায়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ পালিত হচ্ছে।
Leave a Reply