আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে
কুষ্টিয়ায় পুনাক সভানেত্রী দিলরুবা আলমের নের্তৃত্বে নারী দিবসের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক মজমপুর মোড় প্রদক্ষিন করে আবার পুলিশ লাইন্সে এসে শেষ হয়।
আন্তর্জাতিক নারী দিবস ২০২২ এর র্যালি করার প্রাক্কালে কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম বলেন, “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকেই ডিজিটাল যুগে সবাইকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই র্যালি।
এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা (সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আনিতা আশরাফী দিবা (দপ্তর সম্পাদিকা), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ডাঃ আসমা জাহান লিজা, চেয়ারম্যান ডাঃ লিজা ডাক্তার – ডাঃ রতন ম্যাটস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা সমিতি কুষ্টিয়া, ডাঃ নাজমা খাতুন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল কুষ্টিয়া, আফরোজা আক্তার ডিউ, ভাইস প্রেসিডেন্ট, BFUJ, নীলিমা আক্তার, প্রধান শিক্ষক, সিরাজুল হক মুসলিম স্কুল, কুষ্টিয়া জেলার বিশিষ্ট লেখক ও আবৃত্তিকার আলম আরা জুই, কুষ্টিয়া জেলার বিশিষ্ট লেখক ও সমাজ সেবক হাসিনা রহমান, জেবুন্নেছা, কুষ্টিয়া জেলা মহিলা আওয়মীলীগ নেত্রী, সুলতানা করীম, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগ, নারী সাংবাদিক নের্তৃত্ব, নারী এডভোকেট, নারী মানবাধিকার কর্মী, নারী এনজিও কর্মী এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন পদবীর নারী পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply