কুষ্টিয়ায় পাঁচ বছরের শিশুকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ জানুয়ারি ২০২৩, ২:১০ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পাঁচ বছরের শিশুকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

কুষ্টিয়ার খোকসায় খাবারের সঙ্গে বিষ দিয়ে পাঁচ বছরের শিশুকে হত্যার দায়ে নাসিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত নাছিমা বেগম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ভাবনিপুর গ্রামের উন্তার মৃধার মেয়ে। তিনি খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের বাদশা প্রমাণিকের দ্বিতীয় স্ত্রী। রোববার (৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ বছর আগে দুই সন্তান রেখে স্ত্রী মারা যাওয়ায় নাছিমা বেগমকে বিয়ে করে বাদশা প্রামাণিক। বাদশা দ্বিতীয় বিয়ে করলে আগের শ্বশুর দরুদ আলী শাহীন (৫) ও রায়হানকে (৭) তার কাছে নিয়ে লালন পালন করতে থাকেন। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে ঈদের জামা কেনার জন্য দুই সন্তানকে বাদশার বাড়িতে দিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন দুপরের খাবার সময় ছোট ছেলে শাহিনকে (৫) ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন সৎ মা নাছিমা বেগম। এ সময় শাহিন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়। ঘটনার পরদিন শাহিনের বাবা বাদশা প্রামাণিক বাদী হয়ে খোকসা থানা একটি মামলা করেন। মামলায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নাছিমা সৎ ছেলে শাহিনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেন।
তদন্ত শেষে ২০০৯ সালের ২৭ জানুয়ারি একমাত্র আসামি ও শাহিনের সৎ মা নাছিমার বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান। দীর্ঘ শুনানি শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন