জেলা শিল্পকলা একাডেমি ও নজরুল একাডেমির যৌথ আয়োজনে
কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী কুষ্টিয়ায় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ও নজরুল একাডেমির যৌথ আয়োজনে আলোচনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি আবদুর রশীদ চৌধুরী।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল একাডেমির সভাপতি আশরাফ উদ্দীন নজু। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রশীদ চৌধুরী বলেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে রবীন্দ্র বলয়ের বাইরে একটি নতুন ধারার উন্মেষ ঘটিয়েছিলেন।
সভাপতির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন কাজী নজরুল ইসলাম সবসময় ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নিজেকে একজন সমাজ সংস্কারক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের একাংশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply