কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ মে ২০২২, ২:২৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করেন জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমীন চৌধুরী এমপি

২৫ বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের (৭ মে ১৮৬১ খিষ্টাব্দ) এ দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব ও কালজয়ী এ কবি। ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে এ বছর জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ণে কুষ্টিয়ার শিলাইদহ ঠাকুর বাড়ীতে বর্ণাঢ্য আয়োজন করা হয়।আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমীন চৌধুরী এমপি। তিনি কবি গুরুর জন্মজয়ন্তীতে বৃক্ষরোপণ করেন । এ সময় উপস্থিত ছিলেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি,সচিব মোঃ আবুল মনসুর,কুষ্টিয়া ৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ,কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ খাইরুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন