বিষ্ণুমূর্তিটি পুলিশ হেফাজতে আছে

কুষ্টিয়ার মিরপুরে পুকুর খননের সময় কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

অথর
এ.কে আজাদ সানি  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ এপ্রিল ২০২২, ৪:৩০ অপরাহ্ণ
কুষ্টিয়ার মিরপুরে পুকুর খননের সময় কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

কুষ্টিয়া মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে পুকুর খননের সময় কালো পাথরের বিশালাকৃতির বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ এসে মহামূল্যবান বিষ্ণুমূর্তিটি তাদের হেফাজতে নিয়ে গেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায় শুক্রবার সকালের দিকে কুর্শা ইউনিয়নের পুটিমারী গ্রামের বাসিন্দা তাহের কমান্ডারের কুর্শা মজন্দপাড়ার জমিতে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননকালে চালক একটি কালোমূর্তি দেখতে পায়৷ ড্রেজার চালক স্থানীয় বাসিন্দাদের মুর্তির বিষয়ে জানালে তারা এসে মাটির নিচ থেকে প্রায় ৩০ কেজি ওজনের কালো বিষ্ণুমূর্তিটি উত্তোলন করেন।

মূহুর্তেই খবরটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শতশত উৎসুক জনতা কালো পাথরের বিষ্ণুমূর্তিটি দেখতে ভীড় জমায়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এলাকারবাসী জানান, একসময় এখানে দেবেন্দার নামক জমিদার বসত করতো। এই বিষ্ণুমূর্তিটি সেই জমিদারদের ব্যবহৃত কয়েকশত বছর আগের হতে পারে এবং এটা যদি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি হয় তাহলে মহামূল্যবান সম্পত্তি হিসেবে এটার মূল্য হাজার হাজার কোটি টাকা হতে পারে বলেও এলাকার অনেকেই মতামত প্রকাশ করেন।

খবর পেয়ে স্থানীয় মাজিহাট ক্যাম্পের এএসআই আব্দুল আহাদ ও মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মহামূল্যবান বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, একটি বিশাল আকৃতির কালো মূর্তি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এটি আড়াই ফুটের মতো লম্বা আর ২ ফুট চওড়া। ছাচ দিয়ে পাথরের তৈরি। স্থানীয়রা এটিকে কষ্টি পাথরের মূর্তি বললেও এটি কী ধরণের মূর্তি জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিশেষজ্ঞদের জানানো হয়েছে। মূর্তি উদ্ধারের বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভূক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন