কুমারখালীতে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে কৃষক লীগের ত্রি- বার্ষিক সম্মেলনকে সামনে রেখে শনিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল বলেন আমরা বঙ্গবন্ধুর পরীক্ষিত সৈনিক । আমরা কখনও সোনার বাংলাদেশকে আবারও অন্যকারো কাছে লিজ দিতে চাই না । আমাদের সকলের জনপ্রিয় নেত্রী ও ৪ বারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সোনার বাংলাদেশ গড়তে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা কে আবারও ক্ষমতায় আনতে অবশ্যই নিজেদের মধ্যে স্বার্থের দন্দ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এবং মনের রাগ ভুলে গিয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করতে হবে। দল ভারি করতে বিরোধী শত্রুকে আমরা যেন কমিটিতে না আনি । আর কেউ আনলে তার দায়ভার অবশ্যই কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক দায়ী এবং কঠোর শাস্তির মুখামুখি হবে। কুমারখালী উপজেলার যে ইউনিয়ন গুলো এখনও কমিটি ঘোষণা করা হয়নি সেই কমিটিগুলো অবশ্যই ২ মাসের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করেন সভাপতি ও সাধারন সম্পাদককে।
সভাপতির বক্তব্যে আবু হানিফ বলেন দলের ভিতরে গ্রুপিং থাকতে পারে তাই বলে বিএনপি- জামাতের লোককে নিয়ে কখনও কৃষকলীগের কমিটি হতে পারে না । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবশ্যই পরিক্ষীত লোকদের নিয়ে কমিটি ঘোষনা করার জন্য বিশেষ অনুরোধ করেন জেলার নেতৃত্বদানকারী প্রিয় নেতবৃন্দের প্রতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইব্রাহীম খলিল, সাইম মেম্বার, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান, মেহেদী হাসান তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম প্রধান, কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক প্রিতম মজুমদার প্রমুখ।
সভাটি সার্বিক পরিচালনা করেন কুমারখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি । মতবিনিময় সভায় কুমারখালীর সকল ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply