কলকাতায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন কুষ্টিয়ার সমাজকর্মী পলল

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩১ জুলাই ২০২২, ২:০৯ পূর্বাহ্ণ
কলকাতায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন কুষ্টিয়ার সমাজকর্মী পলল

কলকাতায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন কুষ্টিয়ার সমাজকর্মী ও উদীয়মান তরুণ অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পলল।

সমাজসেবায় এক যুগ প্রশংসনীয় ও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে কুষ্টিয়ার সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসংখ্য তরুণকে অনুপ্রেরণা ও উজ্জীবিতকরণের জন্য এবং জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টিমে শতাধিক স্বেচ্ছাসেবককে নেতৃত্ব দিয়ে করোনাকালীন সরকারি সেবায় সহায়তা প্রদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি ভারতের কলকাতায় এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২২ সালের ১৬ই এপ্রিলে নেপালের কাঠমান্ডুতে পর্যটন কর্পোরেশনের অডিটোরিয়াম অনুষ্ঠিত সার্ক কালচারাল সামিটে সমাজসেবা ক্যাটাগরিতে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডের আয়োজনে ‘সার্ক ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হন অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পলল। তিনি কুষ্টিয়া ফিল্ম সোসাইটি এবং কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এবং সম্মিলিত সামাজিক জোটের সহ প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি গ্লোবাল ল থিংকারস সোসাইটির ন্যাশনাল ভলেন্টিয়ার লিডার রিক্রুটমেন্ট টিমে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেনে। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে প্রাকটিসের পাশাপাশি ভারতের পাঞ্জাব প্রদেশের চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ে সাইবার আইন ও কিশোর অপরাধ বিষয়ে ইন্দো-ইউএস ফেলোশিপ স্কলারশিপ প্রকল্পের আওতায় পিএইচডি গবেষণা করছেন।

প্রতিবেদকের কাছে এই সম্মাননা প্রাপ্তির অনুভূতির বর্ণনায় তিনি বলেন, ছাত্র-যুব উন্নয়ন ও প্রেরণামূলক ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে কুষ্টিয়াতে স্বাধীনতার স্বপক্ষের একটি আদর্শিক প্রজন্ম গড়তে মাঠকর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন