করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর থাবায় চীনে রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ ডিসেম্বর ২০২২, ৩:০১ পূর্বাহ্ণ
করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর থাবায় চীনে রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ছবি রয়টার্স।

করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর থাবায় চিনে রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে! রোজ ১০ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন সে দেশে। ভাইরাসের কারণে রোজ মৃত্যু হচ্ছে ৫ হাজার জনের। লন্ডনের একটি বিশ্লেষক সংস্থার গবেষণার তথ্য মোতাবেক এমন পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছে ব্লুমবার্গ।

লন্ডনের ওই বিশ্লেষক সংস্থা এয়ারফিনিটি লিমিটেডের তরফে দাবি করা হয়েছে যে, চীনে করোনার দাপট। আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আগামী দিনে চিনের পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। করোনার এই নতুন ঢেউয়ে জানুয়ারি মাসে সে দেশে দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়াতে পারে ৩০ লক্ষেরও বেশি। মার্চ মাসে এই পরিসংখ্যান বেড়ে দাঁড়াতে পারে ৪০ লক্ষেরও বেশি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.