এ গ্রুপের ১ম মেজবার রহমান ও ২য় খন্দকার জিয়াদুল হক সহ ১২ জন নির্বাচিত
শান্তিপুর্ণ পরিবেশে ব্যবসায়ীদের সংগঠন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া শহরের বড় বাজার চেম্বার অব কমার্সের ভবনে গতকাল সকাল ৮টা থেকে একটানা বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে এখন গণণা শুরু হয়।
‘এ’ গ্রুপের ভোটার সংখ্যা ২ হাজার ৩শ ৬০ বি গ্রুপের সংখ্যা ৮শ ৮৯ জন। এ গ্রুপের ১২টি পদের অনুকুলে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। তাদের মধ্যে মোঃ মেজবার রহমান ১৭৫০ ভোট পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এর পর খন্দকার জিয়াদুল হক ১৭৪৪ ভোট, প্রকৌশলী সাইফুল আলম মারুফ ১৭১০, এস এম আলমগীর আলম ১৭০৪, রাকিবুজ্জামান সেতু ১৬৭৬, ডাঃ আসমা জাহান লিজা ১৬৪০, আব্দুল কাদের জুয়েল ১৬৩৯, আলহাজ¦ ওমর ফারুক ১৬০১, মোঃ শাহাবুদ্দিন ১৫৭৯, মিজানুর রহমান ১৫৪৪, মোঃ জাকিরুল ইসলাম ১৫৪৩, মোঃ মামুনুর রশিদ ১৪১৪ নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ মীর ছানোয়ার হোসেন জানান, কোন প্রকার বিশৃংঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ করা হয়েছে।
Leave a Reply