এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২০ জানুয়ারি ২০২২, ২:৩৩ অপরাহ্ণ
এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন

বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডকে ৮৭ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কমিশনের ৮০৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার পাঁচ বছর মেয়াদী ফুল্লি রেডিমাবল, নন-কনভাটেবল, কমিউলেটিভ প্রেফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ব্লেন্ডেড ইয়ার্ন প্রোজেক্ট বাস্তবায়ন এবং ঋণ পরিশোধ করবে।

প্রেফারেন্স শেয়ারটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে যার ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। প্রেফারেন্স শেয়ারটির কুপন হার ৭ থেকে সাড়ে ৭ শতাংশ।

উল্লেখ্য, এর গত ডিসেম্বরে বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ২০০ কোটি অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের পর্ষদ। সিদ্ধান্তে বলা হয়, ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি। ডিসকাউন্টের কারণে বন্ডের বিপরীতে তারা ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা পাবে। তবে বন্ডের মেয়াদ শেষে বন্ডহোল্ডারদের ২০০ কোটি টাকা পরিশোধ করবে এনভয় টেক্সটাইল।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.