অদম্য একুশ ব্যাচের সাথে জেলা আইনজীবীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবু সাঈদের মতবিনিময়

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২ ফেব্রুয়ারি ২০২৩, ১:১৮ পূর্বাহ্ণ
অদম্য একুশ ব্যাচের সাথে জেলা আইনজীবীর  সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবু সাঈদের মতবিনিময়

পিপাসা রেস্তোরাঁয় ২০২১ ব্যাচের আইনজীবীদের সাথে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবু সাঈদের এক মতবিনিময় সভা (১ লা ফেব্রুয়ারি, ২০২৩) ইং রবিবার অনুষ্ঠিত হয়েছে।
এসময় নবীন আইনজীবীদের পেশা জীবনে প্রথম বছরের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন। পাশপাশি অসুবিধা তুলে ধরেন। নবীন আইনজীবীদের কতিপয় দাবি তুলে বক্তব্য রাখেন অদম্য একুশ ব্যাচের আইনজীবী অ্যাড. মাহফুজ, অ্যাড. আওয়াল, অ্যাড. শাতিল, অ্যাড. মারুফ, অ্যাড. সালমা, অ্যাড. আওয়াল, অ্যাড. সুমন, অ্যাড. রায়হান, অ্যাড. মামুনসহ কুষ্টিয়া জেলা ও দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট আদালতে আইনচর্চাকারী নিয়মিতি নবীন আইনজীবীবৃন্দ।

অদম্য একুশ ব্যাচের নবীন আইনজীবী অ্যাডভোকেট জাবেদ কায়সার জাসিবের সার্বিক তত্ত্বাবধান ও অ্যাডভোকেট মাহমুদ হাসানের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবু সাঈদ।

এসময় তিনি বলেন, ” ২ মেয়াদে নিজের সর্বোচ্চ টুকু দিয়ে আইনজীবীদের অধিকার রক্ষায় কাজ করেছি, আদালর প্রাঙ্গণে হামলার শিকার হয়েছি তবুও পিছপা হইনি সত্যের পক্ষে লড়াই করতে। আশাকরি আপনারা সবাই সুবিবেচকের মতো আমাকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচন করে আইনজীবীদের অধিকার আদায়ে সুযোগ দিবেন ”

এছাড়াও বক্তব্য রাখেন আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন টুকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন মুকুল, এডশনাল পাবলিক প্রসিকিউটর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. নিজাম উদ্দিন, কুষ্টিয়া আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাড. শাতিল মাহমুদ, এপিপি ও সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাড. সেলিম সোহরাব খান, এপিপি ও আইনজীবী সমিতির সাবেক জুনিয়র সদস্য অ্যাড. ইমরান হোসেন দোলন, অ্যাড. আসাদুজ্জামান আসাদসহ জজকোর্টের নবীন আইনজীবীগণ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন