হার্টের রোগীর চিকিৎসা সহায়তায় কুষ্টিয়া নাগরিক কমিটির অনুদান প্রদান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ ফেব্রুয়ারি ২০২২, ৫:৪৮ অপরাহ্ণ
হার্টের রোগীর চিকিৎসা সহায়তায় কুষ্টিয়া নাগরিক কমিটির অনুদান প্রদান

কুষ্টিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হতদরিদ্র সোহান আলীর (১১) হার্টের চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার নাগরিক কমিটির পক্ষ থেকে সোহানের পিতার হাতে নগদ ২৫, ০০০ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুদান প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেলিম তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসের, কার্যনিবাহী পর্ষদ সদস্য এসএম কাদেরী শাকিল , বিশ্বজিৎ সাহা সন্টু ও ড. আমানুর আমান প্রমুখ।

ইতোমধ্যে শিশৃুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি বিভাগে এ ভর্তি করা হয়েছে । সেখানে তার বিনামূল্যে চিকিৎসার বিষয়ে উক্ত বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়লজিস্টরাও উদ্যোগ নিয়েছেন। এছাড়াও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জও রোগীকে প্রয়োজনীয় সহযোগিতা করে চলেছেন।

উল্লেখ্য সোহান আলী উক্ত ইউনিয়নের সেলিম রেজার ছেলে। তার হার্টে একটি জন্মগত ছিদ্র রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.